মামলা নিয়ে বিচলিত নন পলক, আইনজীবীকে ট্রায়ালের প্রস্তুতির নির্দেশ

6 days ago 13
কারাগারে নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, তজবি পড়ে এবং লেখালেখি করে সময় কাটাচ্ছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তার বিরুদ্ধে করা মামলায় বিচলিত নয়, বরং ট্রায়ালের জন্য প্রস্তুতি নিতে আইনজীবীকে নির্দেশনা দিয়েছেন পলক। সোমবার (২৫ আগস্ট) ঢাকার কাফরুলে আব্দুল আলিম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানোর মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত। এ নিয়ে তার বিরুদ্ধে দুদক ও আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বাদে ৭৭টি মামলা দায়ের করা হয়েছে।  সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখাায় রাখা হয়। সকাল ১০টা ২৫ মিনিটের দিকে তাকে হাজতখানা থেকে আদালতে নেওয়া হয়। এ সময় তার মাথায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট, পিছমোড়া দিয়ে হ্যান্ডকাফ পড়া ছিল। ১০টা ২৮ মিনিটের দিকে আদালতে পৌঁছান। আসামির কাঠগড়ায় গেলে তার হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট, হ্যান্ডকাফ খুলে ফেলা হয়। এসময় আইনজীবীদের সঙ্গে কথা বলেন পলক। ১০ মিনিটের মতো কথা বলেন তিনি। পরে শুনানি শেষে আবদুল আলিমকে হত্যাচেষ্টা মামলায় পলককে গ্রেপ্তার দেখানো হয়। শুনানি শেষে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। আদালতে পলকের সঙ্গে কি কথা হলো জানতে চাইলে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জানান, পলক জানিয়েছেন তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সাইবার সিকিউরিটি আইনে, দুদকের মামলা এবং হত্যা-জেনারেল মামলায় বিচলিত নন। তিনি দাবি করেছেন, কোনো কিছুর সঙ্গে তিনি জড়িত নন। দুদকের মামলায় প্রমাণ করার কিছু পাবে না বলে জানিয়েছেন। তিনি বলেন, জুনাইদ আহমেদ পলককে দুদক ও ট্রাইব্যুনাল ছাড়া এখন পর্যন্ত ৭৭টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনের একটি মামলা প্রক্রিয়াধীন আছে বলে শুনেছি।  তিনি আজ আমাদের জানিয়েছেন, তার যে লাইসেন্সকৃত অস্ত্র ছিল সেটা হারিয়ে গেছে। এ বিষয়ে তিনি ডিসির কাছে তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন তার পরিবারের মাধ্যমে।  তিনি আরও বলেন, অস্ত্র তো মানুষের সঙ্গে সবসময় থাকে না। তার অস্ত্রটি আবাসস্থলে ছিল। ৫ আগস্টের পর যেভাবে লুটপাট হয়েছে, ওই অস্ত্রটিও লুট করে নিয়ে গেছে। তার লুট সেই অস্ত্র দিয়ে যেন কোনো অপরাধ না হয় বা সেটির দায়ভার যেন তার ওপর না পড়ে সেটার জন্য ডকুমেন্টস রেডি করা আছে।' কারাগারে নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, তজবি পড়ে এবং লেখালেখি করে সময় কাটছে বলে আইনজীবীকে জানিয়েছেন পলক। পলকের মামলার বিবরণী থেকে, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই কাফরুলের আরমান মেইনারের গেটের সামনে গুলিবিদ্ধ হন। তার চোখে গুলি লাগে। দীর্ঘদিন চিকিৎসা শেষে গত ১ এপ্রিল তিনি মামলা দায়ের করেন।  
Read Entire Article