মারা গেছেন চিত্রনায়িকা বনশ্রী

2 days ago 6

ঢাকাই সিনেমার নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়িকা বনশ্রীর জীবনের করুণ অধ্যায় শেষ হলো আজ। একসময় রঙিন পর্দায় দর্শকদের মাতানো এই অভিনেত্রী নায়িকা হয়েও থাকতেন বস্তিতে। অবশেষে সব সংগ্রামের ইতি টেনে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে মাদারীপুর জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেন তিনি।

অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।

তিনি জানান, বেশ অনেক বছর ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বনশ্রী। অবশেষে চলে গেলেন।
অভিনেত্রীর ভাই ইতোমধ্যে ঢাকা থেকে রওয়ানা দিয়েছেন বলে জানা গেছে। ভাইয়ের বরাতে সনি রহমান বলেন, ‘বনশ্রী আপার ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছি উনি গত পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার হৃদরোগ, কিডনির সমস্যাসহ একাধিক ব্যাধি ছিল। তিনি চলে যাওয়ার আগে অনেক কষ্ট করেছেন। এক সন্তান রেখে গেছেন।’
সনি আরও জানান, মরদেহ এখন হাসপাতাল থেকে শিবচরের কুমিরচরে অভিনেত্রীর নানাবাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আজ বাদ আসর জানাজা শেষে তাকে সেখানেই দাফন করার কথা রয়েছে।

উল্লেখ্য, সবাই তাকে বনশ্রী নামে চিনলেও তার পুরো নাম সাহিনা সিকদার। মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামে তার বাড়ি। বাবা ঠিকাদারি করার কারণে সাত বছর বয়সেই শিবচর থেকে পাড়ি জমান রাজধানীতে। ইট-পাথরের নগরীতে এসে নাম লেখান সিনেমায়, জনপ্রিয়তাও পান।

নব্বইয়ের দশকে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে ঢাকাই সিনেমাতে অভিষেক ঘটে বনশ্রীর। এরপর একই বছরে অর্থাৎ ১৯৯৬ সালে মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা ‘মহা ভূমিকম্প’। সুভাষ ঘোষ পরিচালিত এই সিনেমায় দুই নায়ক মান্না ও আমিন খানের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর সে সময় আরও অনেক নায়কের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। বিস্ময়কর হলেও এটাই সত্যি, একসময়ের পর্দা কাঁপানো নায়িকার শেষ সময়টা কেটেছে বেদে পল্লীতে।

Read Entire Article