মারা গেছেন দেশের সিনেমার জনপ্রিয় নির্মাতা সি বি জামান। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই নির্মাতার। গণমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পরিচালকের ছেলে সি এফ জামান।
‘উজান ভাটি’সহ বেশ কিছু নন্দিত সিনেমার পরিচালক সি বি জামান। এর আগে গত ১৩ ডিসেম্বর বাসার বাথরুমে পড়ে যান তিনি। এরপর তার কথাবার্তা অসংলগ্ন হয়ে পড়লে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আর ফেরা হলো না এই নির্মাতার।
পরে সি বি জামানের ছেলে সি এফ জামান সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, ‘আব্বু হার্ট অ্যাটাক করেছেন। সেই সাথে তার ক্রনিক কিডনি ডিজিজ থাকায় তার হার্টের চারপাশে পানি জমেছে। ক্রিটিনিন বেড়ে গেছে, হিমোগ্লোবিন কমে গেছে। আপাতত ব্লাড ম্যানেজ করে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানোর চেষ্টা চলছে, এরপর অন্য ট্রিটমেন্টে যাবে।’
ছেলের বরাতে আরও জানা যায়, সিলেটের শাহ জালাল দরগাহ শরিফের কবরস্থানে তাকে দাফন করা হবে। তবে সময় উল্লেখ করেননি তিনি।
১৯৬৬ সালে লাহোর ফিল্ম ইন্ডাস্ট্রিতে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন সি বি জামান। ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সরাসরি সিনেমা পরিচালনায় সম্পৃক্ত ছিলেন তিনি। এ সময়ে তিনি নির্মাণ করেন ঝড়ের পাখি (১৯৭৩), উজান ভাটি (১৯৮২), পুরস্কার (১৯৮৩), শুভরাত্রি (১৯৮৫), হাসি (১৯৮৬), লাল গোলাপ (১৯৮৯) ও কুসুম কলির (১৯৯০) মতো কালজয়ী সব সিনেমা