মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান, ইরানের কঠোর হুঁশিয়ারি

2 months ago 7

যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না।

বুধবার (০৪ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

খামেনি বলেন, তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। এ সময় তিনি জানান, যুক্তরাষ্ট্রের পরামাণু প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরান। দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিরসনের লক্ষ্যে  এ প্রস্তাব দেওয়া হয়েছিল।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রস্তাব আমাদের জাতির আত্মনির্ভরতার বিশ্বাস এবং ‘আমরা পারি’ নীতির সঙ্গে সাংঘর্ষিক। তিনি এই ভাষণ ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ১৯৮৯ সালের মৃত্যুর স্মরণে দিয়েছেন।

খামেনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের জ্বালানি স্বাধীনতার সাধনার জন্য মূল বিষয়। স্বাধীনতা মানে আমেরিকা এবং আমেরিকার মতো দেশগুলোর কাছ থেকে সবুজ সংকেতের অপেক্ষা না করা। যুক্তরাষ্ট্রের প্রস্তাব ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আদর্শের ‘শতভাগ বিপক্ষে’।

তিনি বলেন, কিছু লোক মনে করে যুক্তিবাদিতা মানে আমেরিকার কাছে মাথা নত করা এবং দমনকারী শক্তির কাছে আত্মসমর্পণ করা; এটি যুক্তিবাদিতা নয়। ইরানের সমৃদ্ধকরণ থাকবে কি না, তাতে আপনার কেন হস্তক্ষেপ করার? আপনার কোনো কথা বলার অধিকার নেই।

মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও বলেছেন, তেহরান দেশের বৈজ্ঞানিক এবং পারমাণবিক অধিকার ত্যাগ করবে না, তবে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি অস্বীকার করেছেন।

তিনি বলেন, যারা ইরানের বিরুদ্ধে অভিযোগ করছে, তারাই গণবিধ্বংসী অস্ত্র ছড়াচ্ছে এবং মারাত্মক অস্ত্র দিয়ে অঞ্চলকে অস্থিতিশীল করছে।

Read Entire Article