মার্ভেল ছেড়ে ডিসিতে স্কারলেট?

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স (এমসিইউ) থেকে বিদায় নেওয়ার চার বছর পর এবার ডিসি ইউনিভার্সের গথাম সিটিতে পা রাখতে চলেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্কারলেট জোহানসন। নেক্সাস পয়েন্ট নিউজের বরাতে জানা গেছে, ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সিনেমায় অভিনয়ের জন্য চূড়ান্ত পর্যায়ের আলোচনায় রয়েছেন তিনি। চুক্তি সম্পন্ন হলে এটি হবে ২০২১ সালের ব্লকবাস্টার ‘দ্য ব্যাটম্যান’-এর দীর্ঘ প্রতীক্ষিত সিক্যুয়েলের জন্য একটি বড় চমক। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরই সিনেমাটির শুটিং শুরু হবে। তবে গথামে পা রাখার আগে স্কারলেট কাজ করবেন ‘দ্য এক্সরসিস্ট’ সিনেমায়, যার জন্য তিনি গত সপ্তাহেই চুক্তিবদ্ধ হয়েছেন। বিশ্বের অন্যতম প্রভাবশালী ও ‘ব্যাংকেবল’ তারকা স্কারলেট জোহানসন। এমসিইউতে নাতাশা রোমানফ বা ব্ল্যাক উইডো চরিত্রে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। চলতি বছরের জুলাইয়ে তার অভিনীত ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ মুক্তি পেয়েছে। এ ছাড়া সম্প্রতি ‘এলিনর দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে পরিচালনায়ও অভিষেক হয়েছে তার। তবে ‘দ্য ব্যাটম্যান’-এর সিক্যুয়েলের যাত্রা মোটেও মসৃণ ছিল না। ওয়ার্নার ব্রাদার্স ২০২২ সালে প্রথম সিক্যুয়েলের ঘোষণা দেয়

মার্ভেল ছেড়ে ডিসিতে স্কারলেট?
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স (এমসিইউ) থেকে বিদায় নেওয়ার চার বছর পর এবার ডিসি ইউনিভার্সের গথাম সিটিতে পা রাখতে চলেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্কারলেট জোহানসন। নেক্সাস পয়েন্ট নিউজের বরাতে জানা গেছে, ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সিনেমায় অভিনয়ের জন্য চূড়ান্ত পর্যায়ের আলোচনায় রয়েছেন তিনি। চুক্তি সম্পন্ন হলে এটি হবে ২০২১ সালের ব্লকবাস্টার ‘দ্য ব্যাটম্যান’-এর দীর্ঘ প্রতীক্ষিত সিক্যুয়েলের জন্য একটি বড় চমক। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরই সিনেমাটির শুটিং শুরু হবে। তবে গথামে পা রাখার আগে স্কারলেট কাজ করবেন ‘দ্য এক্সরসিস্ট’ সিনেমায়, যার জন্য তিনি গত সপ্তাহেই চুক্তিবদ্ধ হয়েছেন। বিশ্বের অন্যতম প্রভাবশালী ও ‘ব্যাংকেবল’ তারকা স্কারলেট জোহানসন। এমসিইউতে নাতাশা রোমানফ বা ব্ল্যাক উইডো চরিত্রে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। চলতি বছরের জুলাইয়ে তার অভিনীত ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ মুক্তি পেয়েছে। এ ছাড়া সম্প্রতি ‘এলিনর দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে পরিচালনায়ও অভিষেক হয়েছে তার। তবে ‘দ্য ব্যাটম্যান’-এর সিক্যুয়েলের যাত্রা মোটেও মসৃণ ছিল না। ওয়ার্নার ব্রাদার্স ২০২২ সালে প্রথম সিক্যুয়েলের ঘোষণা দেয়। এরপর ডিসি স্টুডিওর প্রধান জেমস গান ও পিটার সাফরান মুক্তির তারিখ কয়েকবার পরিবর্তন করেন। প্রথমে ২০২৫, পরে ২০২৬ এবং সর্বশেষ সিনেমাটির মুক্তির চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ১ অক্টোবর। সিনেমায় ব্যাটম্যান বা ব্রুস ওন চরিত্রে ফিরছেন রবার্ট প্যাটিনসন। ম্যাট রিভস পরিচালনার পাশাপাশি ম্যাটসন টমলিনের সঙ্গে মিলে চিত্রনাট্যও লিখছেন। প্রথম কিস্তির সাফল্যের পর কলিন ফ্যারেল, জোয়ে ক্রাভিটজ, পল ডানো, অ্যান্ডি সার্কিস এবং ব্যারি কিওগানের মতো তারকারাও থাকছেন এই ফ্র্যাঞ্চাইজিতে। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ব্যাটম্যান’ বক্স অফিসে ৭৭০.৩ মিলিয়ন ডলার আয় করে ব্যাপক সাফল্য পেয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow