মালদ্বীপে কর্মস্থলে বাংলাদেশি যুবকের মৃত্যু

1 day ago 3

মালদ্বীপে কর্মস্থলে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। ওই যুবকের বাড়ি কুমিল্লায়। বুধবার (৩ সেপ্টেম্বর) মালদ্বীপের নিজ কর্মস্থলে তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে, মাত্র তিন মাস আগে পরিবারের ভাগ্য ফেরাতে প্রবাস জীবনের স্বপ্ন নিয়ে মালদ্বীপে পাড়ি জমান ফরহাদ হোসেন। কর্মস্থলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরহাদ হোসেনের মৃত্যুতে পরিবারসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজনদের পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে নেওয়ার দাবি জানানো হয়েছে।

এমআরএম/এএসএম

Read Entire Article