ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরের জয়রামনগর স্টেশনের কাছে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ ঘটে। এতে কমপক্ষে ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর ইন্ডিয়া টুডের।
প্রাথমিক তথ্য অনুসারে, গেভরা রোড থেকে বিলাসপুরগামী একটি মেমু লোকাল ট্রেন মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে দুর্ঘটনায় পড়ে। গাতোরা এবং বিলাসপুরের মধ্যে আপ লাইনে একটি মালবাহী ট্রেনের সঙ্গে সেটির সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর এই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি এক্সপ্রেস এবং যাত্রীবাহী ট্রেন বাতিল বা ঘুরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, সংঘর্ষের কারণে কোরবা যাত্রীবাহী ট্রেনের প্রথম বগিটি মালবাহী ট্রেনের উপর উঠে গেছে। কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালানোর সময় ঘটনাস্থলের কাছে বেশ কয়েকজনকে জড়ো হতে দেখা যায়। উৎসুক স্থানীয় মানুষদের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে কয়েকটি দল ঘটনাস্থলে পাঠিয়েছে এবং উদ্ধারকাজে প্রয়োজনীয় সব সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, আহত যাত্রীদের তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা হচ্ছে। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দিয়েছে সরকার।

3 hours ago
8









English (US) ·