মালয়েশিয়া সফরে আটক বাংলাদেশিদের নিয়ে আলোচনার ইঙ্গিত উপদেষ্টার

2 months ago 7

আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে দুইদিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠকের পাশাপাশি সুযোগ পেলে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের ব্যাপারে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

সোমবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তৌহিদ হোসেন।

সম্প্রতি মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এদের সবাই জঙ্গি কি না— এ প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাদের হয়তো ছোট একটি দলের জঙ্গি সংশ্লিষ্টতা থাকতেও পারে। যদি কারও জঙ্গি সংশ্লিষ্টতা থাকে, আমরা মালয়েশিয়া সরকারকে সহযোগিতা করবো।’

আগামী ৮-১১ জুলাই কুয়ালালামপুরে এআরএফের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অংশ নিতে দুইদিনের সফরে বুধবার (৯ জুলাই) মালয়েশিয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা।

এআরএফের বৈঠকের ফাঁকে মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের প্রসঙ্গে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘যদি সুযোগ থাকে কথা বলবো।’

এদিকে, উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত আসা অন্তত তিন বাংলাদেশিকে কাস্টডিতে নেওয়া হয়েছে। তাদের ফেরত পাঠানোর কারণ হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ‘তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ অবশ্য অন্যরকম। তারা কিছুদিন ওভারস্টে করেছে বা এরকম কিছু।’

তিনি আরও জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ।

জেপিআই/এমএএইচ/জেআইএম

Read Entire Article