মালয়েশিয়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ পাঠাতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শনিবার (৩০ নভেম্বর) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম তার ফেসবুক পেজ ও এক্সে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
আনোয়ার ইব্রাহিম পোস্টে লিখেছেন, ‘শনিবার বিকেলে পাকিস্তান থেকে আমাদের মিত্র শেহবাজ শরিফের কাছ থেকে একটি ফোনকল পেয়েছি। ফোনে তিনি বন্যাকবলিত মালয়েশিয়ানদের জন্য সহায়তা পাঠাতে আগ্রহ প্রকাশ করেছেন।’
এছাড়া প্রধানমন্ত্রী শেহবাজ মালয়েশিয়ার বেশ কয়েকটি রাজ্যে বন্যাকবলিত প্রায় ১ লাখ ৪০ হাজারের বেশি মানুষের সুরক্ষা এবং কল্যাণ কামনা করেছেন।
আনোয়ার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজের উদার প্রকৃতির প্রশংসা করেছেন এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। এছাড়া মালয়েশিয়া ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বের নিদর্শন হিসেবে এই অনুদানকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
পাকিস্তান সরকারের এই সহানুভূতির জন্য ধন্যবাদ জানিয়ে আনোয়ার আগামী বছরের শুরুতে শেহবাজকে মালয়েশিয়ায় আসার আমন্ত্রণও জানান।
বর্তমানে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বন্যাকবলিত তেরেঙ্গানুর সেতিয়ু পরিদর্শন করছেন। তেরেঙ্গানুর পাশাপাশি কেলান্তান, কেদাহ, নেগেরি সেম্বিলান, পারলিস, জোহর, মেলাকা, পেরাক এবং সেলাঙ্গরসহ আরও আটটি রাজ্য ভয়াবহ বন্যার কবলে পড়েছে।
শনিবার বিকেল পর্যন্ত মালয়েশিয়ায় বিভিন্ন রাজ্যে ১ লাখ ৪২ হাজার ৬৮৪ জনকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে।
এমআরএম/এএসএম