মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৩ অভিবাসী আটক

2 weeks ago 12

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সেলাঙ্গর রাজ্যের কয়েকটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯৩ অভিবাসীকে আটক করেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে রাজ্যের আমপাং জায়ার তামান দাগাংয়ের পিকেএনএস অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ৯৩ জন অভিবাসীকে আটক করা হয়।

আটকদের মধ্যে চার মাস বয়সি শিশুও রয়েছে। তবে কারও নাম-পরিচয় প্রকাশ করেনি ইমিগ্রেশন বিভাগ।

শুক্রবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানান মালয়েশিয়ার অভিবাসন বিভাগের প্রধান পরিচালক দাতো জাকারিয়া বিন শাবান।

বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮৯ প্রবাসীর কাগজপত্র যাচাই বাছাইয়ের পর ৯৩ জনকে আটক করা হয়।

তাদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে চার মাস বয়সী শিশুও রয়েছে। পরবর্তী পদক্ষেপ নিতে তাদের ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

এসআইটি/এএসএম

Read Entire Article