মালয়েশিয়ার লাংকাউইতে মেরিটাইম প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

3 months ago 52

বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস খালিদ বিন ওয়ালিদ মালয়েশিয়ার লাংকাউইতে অনুষ্ঠিত ১৭তম লাংকাউই মেরিটাইম ও অ্যারোস্পেস প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। আধুনিক এই ফ্রিগেটটি ক্যাপ্টেন ইজাজ মাসুদের নেতৃত্বে পরিচালিত হয় এবং এতে ৩৪ জন কর্মকর্তাসহ মোট ২৩৪ জন নৌসদস্য অবস্থান করেন।

এছাড়াও, বাংলাদেশ নৌবাহিনীর একটি প্রতিনিধি দল রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেকের নেতৃত্বে ২০ থেকে ২৪ মে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।

মালয়েশিয়ার লাংকাউইতে মেরিটাইম প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

১৯ মে সন্ধ্যায় এলআইএমএ (লিমা) ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। প্রদর্শনীতে ছিল মেরিটাইম গ্রেসিং সেরিমনি, মেরিটাইম ডেমোনস্ট্রেশন, ফ্লিট রিভিউ, আন্তর্জাতিক খাদ্য উৎসব, সাংস্কৃতিক সন্ধ্যাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজন।

২২ মে বিএনএস খালিদ বিন ওয়ালিদ সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। এদিন প্রায় ৮০০ জন দর্শনার্থী জাহাজ পরিদর্শন করেন, যাদের মধ্যে পেরলিস ও কেদাহ রাজ্যের রাজপরিবারের অতিথিরাও উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ার লাংকাউইতে মেরিটাইম প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

ওই দিন সন্ধ্যায় জাহাজটির ডেকে একটি আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়, যেখানে রয়্যাল মালয়েশিয়ান নেভির ডেপুটি চিপসহ মালয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ, নৌসদস্য ও প্রতিনিধি দলের এই অংশগ্রহণ বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচিত হয়।

এমআরএম/এমএস

Read Entire Article