জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর নাম হবে ‘মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউট’। পাশাপাশি ‘ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি ল্যাব (আইএসএল)’ চালু করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১০২তম একাডেমিক কাউন্সিলের সভায় নতুন ইনস্টিটিউট ও ল্যাব প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে একাডেমিক ভবনের সিনেট হলে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের বহুমুখী ও যুগোপযোগী কর্মসংস্থানের লক্ষ্যে স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) কোর্সের সঙ্গে কারিগরি শিক্ষা কার্যক্রম ও প্রশিক্ষণও চালু করা হয়েছে।
আরও পড়ুন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা, বদলে যাচ্ছে পদ্ধতিও
- লিখিত নয়, এমসিকিউ পদ্ধতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা
এদিকে, একাডেমিক কাউন্সিল সভায় নকল প্রতিরোধে ডিগ্রি, অনার্স ও মাস্টার্সের পরীক্ষার কেন্দ্র দুর্গম, পাহাড়ি ও হাওর অঞ্চল ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া আইন পরীক্ষায় নকল প্রতিরোধের বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে আগামীতে কেবল বিভাগীয় শহরের খ্যাতিমান কলেজগুলোতে পরীক্ষা কেন্দ্র নির্ধারণ, নকল প্রতিরোধ ও বিভিন্ন একাডেমিক বিষয়ে আলোচনা ও মতবিনিময়ের জন্য অধ্যক্ষ সম্মিলন আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের এমফিল, পিএইচডি প্রোগ্রামের রেগুলেশন সংশোধন, ২০২১ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষায় গ্রেস নম্বর প্রদান, ২০২২ সালের অনার্স তৃতীয় বর্ষ ও ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, ভর্তি পরীক্ষার বিধান রেখে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) কোর্সে ভর্তির নীতিমালাসহ বিভিন্ন পরীক্ষার ফলাফল অনুমোদন করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ফকির রফিকুল আলম, স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুদ্দারদা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম, কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ ও অন্যান্য একাডেমিক কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।
এএএইচ/এমআরএম