মালয়েশিয়া–বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বৈঠক

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন মালয়েশিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমবিসিসিআই) নেতারা। সোমবার (১৭ নভেম্বর) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের মিটিং রুমে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করা, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে হাইকমিশনার দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে এমবিসিসিআইয়ের উদ্যোগকে স্বাগত জানান। ব্যবসায়ী নেতারা মালয়েশিয়া ও বাংলাদেশের উদ্যোক্তা, বিনিয়োগকারী ও পেশাজীবীদের একটি কার্যকর প্ল্যাটফর্মে যুক্ত করার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন সম্ভাবনার দরজা উন্মোচনের বিষয়ে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোছা. সাহানারা মনিকা এবং প্রথম সচিব (বাণিজ্য) প্রণব কুমার ঘোষ। এমবিসিসিআই-এর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট দাতো মোহদ ইউসুফ খায়রুদ্দিন, দাতিন ইদাহ, সেক্রেটারি জেনারেল লায়ন মাহবুব আলম শাহ, লায়ন হারুন উর রশিদ, গিয়াস আহমদ, সাইয়েদ রেজা হেলমি, পি. সেয়ারসিলান, মোহাম্মদ ইকবা

মালয়েশিয়া–বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বৈঠক

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন মালয়েশিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমবিসিসিআই) নেতারা।

সোমবার (১৭ নভেম্বর) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের মিটিং রুমে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করা, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে হাইকমিশনার দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে এমবিসিসিআইয়ের উদ্যোগকে স্বাগত জানান। ব্যবসায়ী নেতারা মালয়েশিয়া ও বাংলাদেশের উদ্যোক্তা, বিনিয়োগকারী ও পেশাজীবীদের একটি কার্যকর প্ল্যাটফর্মে যুক্ত করার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন সম্ভাবনার দরজা উন্মোচনের বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোছা. সাহানারা মনিকা এবং প্রথম সচিব (বাণিজ্য) প্রণব কুমার ঘোষ। এমবিসিসিআই-এর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট দাতো মোহদ ইউসুফ খায়রুদ্দিন, দাতিন ইদাহ, সেক্রেটারি জেনারেল লায়ন মাহবুব আলম শাহ, লায়ন হারুন উর রশিদ, গিয়াস আহমদ, সাইয়েদ রেজা হেলমি, পি. সেয়ারসিলান, মোহাম্মদ ইকবাল হোসেন, দাতো’ মোহাম্মদ ইয়াসিন, দাতো স্টিভেন লিয়ং, সুলতান আহমেদ, হামবালি মুকলাস, ইজি ইয়াপ, দাতো রাগু রামন, দাতো স্রী নাথান কে সুভিয়াহ এবং অ্যাডজ প্রফেসর দাতো’স্রী ডঃ এম. অ্যান্ডি। এছাড়া উপস্থিত ছিলেন অগ্রণী রেমিট্যান্স হাউজের সিইও এবং পরিচালক সুলতান আহমেদ।

মালয়েশিয়া–বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বৈঠক

এমবিসিসিআই-এর চলমান কার্যক্রম
এমবিসিসিআই নিয়মিত বিভিন্ন নেটওয়ার্কিং ইভেন্ট আয়োজন করে, যেখানে সদস্যরা পরস্পরের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি ব্যবসায়িক সহযোগিতাও বাড়ানোর সুযোগ পান। পাশাপাশি সমসাময়িক প্রযুক্তি, বাজার পরিবর্তন ও উদ্যোক্তা উন্নয়নবিষয়ক কর্মশালা ও সেমিনার আয়োজনের মাধ্যমে সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং আপডেট তথ্য দেওয়া হচ্ছে।

সংগঠনটি রেফারেল ও মার্কেটিং প্রোগ্রামের মাধ্যমে সদস্যদের ব্যবসা সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি করছে। একই সঙ্গে মালয়েশিয়া ও বাংলাদেশের জননীতি, ব্যবসায়িক নিয়মকানুন এবং আইনগত পরিবর্তন পর্যবেক্ষণ করে গুরুত্বপূর্ণ আপডেট সদস্যদের জানিয়ে থাকে।

দুই দেশে সরকারি-বেসরকারি বিনিয়োগ খাতে সদস্যদের সম্পৃক্ত করতে এমবিসিসিআই সক্রিয়ভাবে কাজ করছে। সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ উৎসাহিত করাও প্রতিষ্ঠানের অন্যতম অগ্রাধিকার।

মালয়েশিয়া–বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বৈঠক

এছাড়া মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ক্যারিয়ার গাইডেন্স ও প্রয়োজনীয় সহায়তায় সহযোগিতা করছে এমবিসিসিআই। পাশাপাশি বাংলাদেশি পেশাজীবীদের উদ্যোক্তা প্রশিক্ষণ, নেটওয়ার্কিং এবং পরামর্শ প্রদানেও প্রতিষ্ঠানটি কাজ করছে।

ব্যবসায়িক খাতে সদস্যদের অসাধারণ অবদানকে স্বীকৃতি দিতে প্রতিষ্ঠানটি নিয়মিত সম্মাননা দিয়ে থাকে, যা ব্যবসায়ীদের আরও উৎসাহিত করছে।

দুই দেশের ব্যবসায়িক সহযোগিতা বাড়াতে ও উদ্যোক্তাদের নতুন দিগন্ত উন্মোচনে এমবিসিসিআইয়ের এসব কার্যক্রম মালয়েশিয়া ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কে নতুন গতি ও সম্ভাবনার সৃষ্টি করছে।

এমআরএম/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow