মালয়েশিয়ার প্রবাসী তরুণ শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স (বিয়াম) ও খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বাংলাদেশে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার গোবিন্দপুর গ্রামে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আফফান সিয়ামের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিয়াম এর ইউসিএসআই ইউনিভার্সিটি চ্যাপ্টার কমিটির আহ্বায়ক মুশফিক বিন আশরাফ ও খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের সেক্রেটারি বেলাল বিন আব্দুর রাজ্জাক।
খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের আয়োজনে মালয়েশিয়া থেকে বিয়াম এর যুক্ত হওয়া বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনটির নেতারা।
এছাড়াও বিয়াম প্রেসিডেন্ট ও মালয়েশিয়ার মাহসা ইউনিভার্সিটির সাবেক ভিপি বশির ইবনে জাফর জানান, বাংলাদেশের অসহায় দরিদ্র শীতার্ত মানুষদের জন্য খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশন এর পাশে বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া একসঙ্গে কাজ করতে পেরে অত্যন্ত গর্বিত। ভবিষ্যতে আরও বিভিন্ন কাজে তাদের সহযোগিতায় বিয়ামকে পাশে পাওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
এই কমসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিদ্দাহ গোবিন্দপুর সরকারি প্রাইমারি বিদ্যালয়ের প্রিন্সিপাল রিয়াজুল ইসলাম, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মো. আশরাফুজ্জামানসহ খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের নেতারা।
এসআইটি/জিকেএস