মালয়েশিয়ায় অভিবাসী দমন অভিযান, গ্রেফতার আতঙ্কে প্রবাসীরা

7 hours ago 6

মালয়েশিয়ায় চলছে অবৈধ অভিবাসী দমন অভিযান। রাজধানী কুয়ালালামপুরসহ বিভিন্ন প্রদেশে চলা অভিযানে গ্রেফতার হচ্ছেন শতশত অভিবাসী।

চলমান এ অভিযানে নথিবিহীন প্রবাসীদের মাঝে ছড়িয়ে পড়েছে গ্রেফতার আতঙ্ক। তাই এসব অভিযান তটস্থ করে তুলছে নথিবিহীন অভিবাসীদের।

দেশটির ইমিগ্রেশন বিভাগের দৃঢ় সিদ্ধান্ত, কোনোভাবেই অবৈধ প্রবাসীদের থাকতে দেওয়া হবে না। বৈধ পাস ও পারমিট ছাড়া কাজ করা এবং বৈধ ভ্রমণ ভিসা নেই এমন বিদেশিদের বিষয়ে তথ্য এবং জনসাধারণের দেওয়া সন্ধানের ভিত্তিতে মালয়েশিয়ার বিভিন্ন হটস্পটগুলোতে অভিযান চালানো হচ্ছে।

প্রতিদিন বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের নাগরিকদের গ্রেফতার করছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

মালয়েশিয়ায় অভিবাসী দমন অভিযান, গ্রেফতার আতঙ্কে প্রবাসীরা

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মালয়েশিয়ার কুয়ালা তেরেঙ্গানুর, হুলু তেরেঙ্গানু জেলায় ৬টি নির্মাণ স্থানে, সুইপ অ্যান্ড গ্যাদার নামে অভিযান চালায় ইমিগ্রেশন বিভাগ। ৭ ঘণ্টার অভিযানে ২৪ থেকে ৫৪ বছর বয়সী মোট ৩৪ জন বিদেশিকে গ্রেফতার করা হয়।

রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক, মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নর বলেছেন, ৩৪ জন বিদেশির মধ্যে ১৪ জনকে অবৈধভাবে দেশে প্রবেশসহ বিভিন্ন অপরাধের জন্য গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১২ জন বাংলাদেশি। মায়ানমার ও পাকিস্তানের একজন করে নাগরিক। পরবর্তী পদক্ষেপ নিতে তাদের আজিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

এর আগে ২২ জানুয়ারি রাজধানী কুয়ালালামপুরের পর্যটকদের ব্যস্ততম এলাকা বুকিত বিনতাং থেকে ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জনকে গ্রেফতার করা হয়।

এসআইটি/এমএস

Read Entire Article