মালয়েশিয়ায় ঈদে মিলাদুন্নবী উদযাপন

4 hours ago 2

মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। দেশটিতে দিবসটি পরিচিত ‘মওলিদুর রাসুল’ নামে। এ উপলক্ষে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে পুত্রাজায়া আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে প্রধান সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজধানী পুত্রাজায়ার পাশাপাশি সারাওয়াক, জোহর, মেলাকা, নেগেরি সেম্বিলান, তেরেঙ্গানু, পেরাক, কেদাহ, পাহাং, সেলাঙ্গর ও পেনাংসহ সারাদেশে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে র‍্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। সব বয়সের হাজারো মানুষ এতে অংশ নেন। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগেও বিভিন্ন স্থানে দোয়া ও মোনাজাত হয়।

প্রতিটি সভা-সমাবেশে নির্যাতিত ফিলিস্তিনি জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

‘পেম্বাংগুন উম্মাহ মাদানি’ শীর্ষক প্রধান সমাবেশে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ও রাণী রাজা জরিথ সোফিয়া উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম, তার স্ত্রী দাতিন সেরি ড. ওয়ান আজিজাহ ও ধর্মবিষয়ক মন্ত্রী দাতুক ড. মোহাম্মদ নাঈম মোক্তারও অনুষ্ঠানে যোগ দেন।

মালয়েশিয়ায় ঈদে মিলাদুন্নবী উদযাপন

রাজা সুলতান ইব্রাহিম বলেন, নবী মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও ইসলামী মূল্যবোধ মেনে চললে মালয়েশিয়া ঐক্যবদ্ধভাবে সাফল্যের শিখরে পৌঁছাতে সক্ষম হবে।

প্রধানমন্ত্রীর ধর্মবিষয়ক দফতরের আয়োজনে হাজারো কণ্ঠে নবীর দরুদ ও সালাম ধ্বনিত হয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শতাধিক প্রতিনিধিদল এতে অংশ নেয়। সরকারি ছুটির কারণে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও সমাবেশে যোগ দেন।

অনুষ্ঠানে জাতীয় মওলিদুর রাসুল পুরস্কার দেন রাজা সুলতান ইব্রাহিম। এ বছর পুরস্কারপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, তাবুং হাজী বোর্ডের চেয়ারম্যান আব্দুল রশিদ হুসেন (তোকোহ পেরদানা), উদ্যোক্তা ও সামাজিক মিডিয়া প্রভাবশালী খায়রুল আমিং (টেকনোক্র্যাট বিভাগ), অভিনেত্রী অ্যাঞ্জেলিন ট্যান (চমৎকার নবদম্পতি/ধর্মান্তরিত বিভাগ)।

ঐতিহ্যবাহী এ উৎসবকে ঘিরে মালয়েশিয়ার মুসলমানদের মধ্যে আনন্দ-উদ্দীপনার পাশাপাশি গভীর ধর্মীয় আবেগ লক্ষ্য করা যায়।

এমআরএম/এমএস

Read Entire Article