মালয়েশিয়ার কেলানটানে চার বাংলাদেশিসহ ৩৫ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে অভিবাসন বিভাগ। শনিবার ভোরে কোটা ভারু শহরের আশপাশে এক এনফোর্সমেন্ট অভিযানে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে ২৬ জন ইন্দোনেশিয়ার, যাদের দুইজন শিশু। রোববার (১৬ মার্চ) কেলান্তান রাজ্য ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান এক বিবৃতিতে এ তথ্য জানান।
তিনি বলেন, অভিযানে গ্রেফতার অবৈধ অভিবাসীদের বয়স ২৬ থেকে ৫৮ বছরের মধ্যে। তবে তাদের বাবা-মায়ের সঙ্গে আটক শিশুদের বয়স ১৩ এবং ১৭ বছর।
- আরও পড়ুন
ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যবসায়ীকে আটকে রাখে জনতা, উদ্ধার করলো পুলিশ
নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ভিক্টর ক্লাসিক বাস, আহত ২
গ্রেফতারদের মধ্যে বেশিরভাগই (২৬ জন) ইন্দোনেশিয়ার নাগরিক। এছাড়া চারজন বাংলাদেশি, দুইজন ভারতীয় এবং তিনজন মিয়ানমারের নাগরিক রয়েছেন।
ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬ (১) (গ), ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫ (১) (গ) এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৫৬ (১) (ল) এর অধীনে আরও তদন্তের জন্য গ্রেফতারদের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। দেশটির অভিবাসন বিভাগ এ তথ্য জানিয়েছে।
কেএসআর/