মালয়েশিয়ায় ছয় মাসে ২৬২৩৬ অভিবাসী আটক

2 months ago 5

মালয়েশিয়ায় ছয় মাসে ২৬ হাজার ২৩৬ অভিবাসীকে আটক করেছে দেশটি ইমিগ্রেশন বিভাগ। জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত ৬ হাজার ৯১৩টি অভিযান পরিচালনা করে মোট ২৬ হাজার ৩২৬ অভিবাসীকে আটক করা হয়েছে বলে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে। তবে আটক সংখ্যার মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।

এ বিষয়ে অভিবাসন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেছেন, তার বিভাগ বিদেশি সমস্যা মোকাবিলায় অভিযান জোরদার করেছে এবং এই সময়কালে বিভিন্ন জাতীয়তার মোট ৯৭ হাজার ৩২২ জনকে পরীক্ষা করা হয়েছে।

মালয়েশিয়ায় ছয় মাসে ২৬২৩৬ অভিবাসী আটক

শনিবার (৫ জুলাই) উতুসান মালের এক প্রতিবেদনে বলেছে, রেস্তোরাঁ এবং কারখানাসহ বিভিন্ন ক্ষেত্রের এক হাজার জনেরও বেশি নিয়োগকর্তাকে সন্দেহজনক কর্মসংস্থান এবং অবৈধ অভিবাসীদের সুরক্ষা দেওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মালয়েশিয়ায় ছয় মাসে ২৬২৩৬ অভিবাসী আটক

জাকারিয়া বলেন, পুরো মালয়েশিয়ায় ২০০টিরও বেশি অবৈধ অভিবাসী হটস্পট পর্যবেক্ষণ এবং চিহ্নিত করা হয়েছে। আমরা অভিবাসন অপরাধকারীদের আটকের চেষ্টা করছি এবং এই বিষয়ে কোনো আপস করব না।

এমআরএম/এএসএম

Read Entire Article