মালয়েশিয়ায় প্রবাসীদের স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা

2 hours ago 6

মালয়েশিয়ায় নবনিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া। মঙ্গলবার সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী এনামুল হকের নেতৃত্বে প্রতিনিধি দল হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

সাক্ষাতে প্রবাসী বাংলাদেশিদের নানা গুরুত্বপূর্ণ সমস্যা ও সমাধানমূলক প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় উঠে আসে—রেমিট্যান্স প্রেরণকারী কর্মীদের ভিসা ও কর্মসংস্থান সংক্রান্ত সমস্যা, পাসপোর্ট নবায়ন ও সেবা জটিলতা, মালয়েশিয়ার জেল ও ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের দুর্ভোগ এবং তাদের আইনি সহায়তা নিশ্চিতকরণ ইস্যু।

এছাড়া, প্রবাসীদের স্বাস্থ্যসেবা ও মানবিক সুরক্ষা জোরদারে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোকপাত করা হয়।

jagonews24

বিশেষ আলোচ্য বিষয় ছিল মালয়েশিয়ার জহুর বারু এলাকায় অবস্থানরত এক অসুস্থ ও মানসিকভাবে অস্থিতিশীল প্রবাসী বাংলাদেশিকে মানবিক বিবেচনায় দেশে পাঠানোর উদ্যোগ। এ প্রসঙ্গে প্রতিনিধি দল হাইকমিশনের কাছে লিখিত আবেদনপত্র জমা দেয়। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স তার পাশে মানবিক ও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি প্রদান করে এবং বাংলাদেশ হাইকমিশনকে বিষয়টি দ্রুত বিবেচনার আহ্বান জানায়।

jagonews24

সভায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার নেতারা আশা প্রকাশ করেন, নতুন হাইকমিশনারের নেতৃত্বে হাইকমিশন প্রবাসী সেবায় আরও গতিশীল ও কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে পাসপোর্ট ও কনস্যুলার সেবা উন্নয়ন, দ্রুত সমস্যা সমাধান এবং প্রবাসীদের আইনি সহায়তা ব্যবস্থার সম্প্রসারণে নতুন উদ্যোগ নেওয়া হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এমআরএম

Read Entire Article