মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৩ অভিবাসী আটক

3 months ago 30

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৩ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। গত মঙ্গলবার (৩ জুন) কুয়ালালামপুরের জালান ইপো এবং জালান সুলতান ইসমাইল নামে স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ইমিগ্রেশন বিভাগ বলছে, বিদেশিরা ক্রমশ সাহসী হয়ে উঠছে। ‘তাউকে’ হোমস্টেতে পরিণত হচ্ছে। তাদের অবস্থান অনুসন্ধান করলে একদল বিদেশির ভাড়া করা বাড়িগুলোকে অবৈধ ‘হোমস্টে’ প্রাঙ্গণে পরিণত করার প্রচেষ্টা অবশেষে উন্মোচিত হয়।

দুই সপ্তাহের গোয়েন্দা তথ্য এবং জনসাধারণের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পুত্রজায়া ইমিগ্রেশন সদরদপ্তরের গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগের বিভিন্ন পদের কর্মকর্তাদের একটি দল।

বৃহস্পতিবার ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (ব্যবস্থাপনা) ইসমাইল মোখতার এক বিবৃতিতে জানান, অভিযানে মোট ১৩ জন বিদেশিকে আটক করা হয়েছে, যার মধ্যে নয়জন পুরুষ এবং একজন বাংলাদেশি নারী, একজন ইন্দোনেশিয়ান পুরুষ, একজন ভারতীয় নারী এবং একজন ফিলিপিনো নারী রয়েছেন, যাদের বয়স ২৪ থেকে ৪০ বছরের মধ্যে।

প্রাথমিক তদন্তে দেখা যায়, আটকদের মধ্যে ছয়জনের কাছে নির্মাণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা খাতের অধীনে অস্থায়ী কাজের ভিজিট পাস (পিএলকেএস) ছিল, অন্য সাতজনের কাছে কোনো বৈধ ভ্রমণ নথি বা পাস ছিল না। কিছু নিয়োগকর্তা তাদের পিএলকেএস না করেই কাজ করিয়ে নিচ্ছিলেন।

এমএএইচ/এএসএম

Read Entire Article