মালয়েশিয়ায় ৭৮৭৩ জন কর্মী প্রেরণের বিজ্ঞপ্তি প্রকাশ, আছে যত শর্ত

2 hours ago 5

মালয়েশিয়ার শ্রমবাজারের পথ আবার উন্মুক্ত হয়েছে। ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত ১০১টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পৌনে পাঁচ লাখ কর্মী দেশটিতে পাড়ি দেন। তবে টিকিট জটিলতায় যেতে পারেননি প্রায় ১৮ হাজারেরও বেশি শ্রমিক। দীর্ঘ দেনদরবারের পর এবার তাদের কপাল খুলেছে। প্রথম ধাপে দেশটিতে প্রবেশের জন্য ৭ হাজার ৮৭৩ জনকে যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ৩১ মে অবধি ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও ফ্লাইট জটিলতাসহ বিভিন্ন কারণে যারা বেসরকারিভাবে মালয়েশিয়ায় গমন করতে পারেননি, তাদের মধ্য থেকে মালয়েশিয়া সরকার কর্তৃক তালিকাভুক্ত ৭ হাজার ৮৭৩ জনকে নির্মাণ খাতে পাঠানোর উদ্যেগ নিয়েছে। বোয়েসেলের মাধ্যমে যেতে ইচ্ছুক সবাইকে সরকার কর্তৃক নির্ধারিত ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা অভিবাসন ব্যয় পরিশোধ করতে হবে।

আগ্রহী প্রার্থীদের নিজ রঙিন পাসপোর্ট কপি ও CIDB কর্তৃক নির্ধারিত আবেদন ফর্মটি পূরণ করে [email protected] ইমেইলে প্রেরণ এবং প্রদত্ত গুগল ডকস ফর্মে চাহিত তথ্য পূরণ করতে হবে। ইমেইল পাঠানোর সময় সাবজেক্ট/Subject-এ প্রকাশিত তালিকাভুক্ত উল্লিখিত পাসপোর্ট নম্বর অবশ্যই দিতে হবে। আবেদনের সময়সীমা রাখা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। 

আবশ্যকীয় শর্তাদি
• প্রার্থীর বয়স ১৮-৪৫ বছর;
• প্রার্থীর ইমেইল একাউন্ট ও ব্যাংক একাউন্ট থাকতে হবে;
• প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট ছবি;
• নিজ ও পরিবারের মা/বাবা/স্ত্রী/ভাই সহ ৩টি সচল মোবাইল নম্বর;
• CIDB-এর তালিকাভুক্ত প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে দক্ষতা সনদধারী হতে হবে;  
• BMI (বডি মাস ইনডেক্স) ১৮-২৫ এর মধ্যে হতে হবে এবং
• পাসপোর্ট এর রঙিন কপি থাকতে হবে (নতুন ও পুরাতন সকল পাসপোর্ট)

সতর্ক করে বোয়েসেল আরও জানায়, অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে বিধায় সবাইকে সতর্কতার সহিত উপর্যুক্ত কার্যাদি সম্পন্নের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত অভিবাসন ব্যয় পে-অর্ডারের মাধ্যমে গ্রহণ করা হবে। নির্ধারিত অর্থের বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ দাবি করলে তিনি নিশ্চিত প্রতারক হিসেবে বিবেচিত হবেন।

তারা আরও জানায়, নগদ লেনদেন হতে বিরত থাকুন, প্রতারণা থেকে সাবধান। বিদেশ গমনপ্রক্রিয়ায় বোয়েসেলের বাংলাদেশে কোনো এজেন্ট/প্রতিনিধি বা শাখা অফিস নেই।

Read Entire Article