দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

2 days ago 17

ভারতে অনুপ্রবেশের পর দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক বাংলাদেশি দুই নারীকে ফেরত পাঠানো হয়েছে। এ সময় বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে ফেনীর পরশুরামের বিলোনিয়া সীমান্তে মুহুরী ঘাট ইমিগ্রেশন ও শুল্ক স্টেশনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ। 

তারা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার ভাদুরী গ্রামের আব্দুল হাকিমের মেয়ে হোসনে আরা খাতুন এবং মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিক্রমপুর গ্রামের মৃত হাসিম হাওলাদারের মেয়ে মাকসুদা বেগম।

বিজিবির মজুমদারহাট ক্যাম্পের সুবেদার মো. শাহজাহান জানান, বৃহস্পতিবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাদের পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Read Entire Article