সংসদীয় আসন বিচ্ছিন্নের প্রতিবাদে ভাঙ্গায় বিএনপির প্রতিবাদ সভা
ফরিদপুরে ভাঙ্গা উপজেলা থেকে দুটি ইউনিয়ন আলগী ও হামিরদীকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) এর সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা করেছেন বিএনপি নেতাকর্মীরা।
রোববার (৭) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের নিচে প্রায় দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন- উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সহসভাপতি ওবায়দুল আলম সম্রাট, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সুবহান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ মুন্সী, সোহেল মুন্সী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু, প্রচার সম্পাদক মির্জা ইমরান, দপ্তর সম্পাদক কুতুব উদ্দিন স্মরণ, পৌর বিএনপির আহ্বায়ক এমএ ওয়াদুদ, সদস্যসচিব জাকির হোসেন, সদস্য মিজানুর রহমান পান্না, পলাশ মুন্সী, আরিফ মুন্সি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।
নেতাকর্মীদের দাবি, আলগী ও হামিরদী ইউনিয়ন বাংলাদেশ সৃষ্টির থেকেই ভাঙ্গা উপজেলার সঙ্গে সম্পৃক্ত এবং ভাঙ্গা উপজেলার সঙ্গে সম্পৃক্ত। অথচ ভাঙ্গা থেকে প্রায় ১৫-২০ কিলোমিটার দূরবর্তী এলাকা ফরিদপুর-২ আসনের সঙ্গে অন্তর্ভুক্ত করে দিয়ে একটি আত্মঘাতী সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তকে ভাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে প্রত্যাখ্যান, তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
তারা বলেন, যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিল করে ভাঙার পুনর্বহাল না রাখা হবে ততক্ষণ পর্যন্ত লাগাতার মহাসড়ক অবরোধ করে দক্ষিণ পশ্চিমা অঞ্চলের ২১ জেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। প্রয়োজনে দুই ইউনিয়নের জনসাধারণকে নিয়ে কাফনের কাপড় পরে আন্দোলন করারও হুঁশিয়ারি দেন তারা।
জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নির্বাচন কমিশন কর্তৃক গেজেট ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ রাস্তায় নেমে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে প্রশাসনের অনুরোধে তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়। এরই মধ্যে দুই ইউনিয়নকে ভাঙ্গা উপজেলার সঙ্গে পুনর্বহাল না করা হলে আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর থেকে) দক্ষিণ পশ্চিমাঞ্চল অচল করে দেওয়ার আল্টিমেটাম দেন।
ইতোমধ্যে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের মাধ্যমে দুই ইউনিয়নের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়া ও খোকন মিয়া পৃথক পৃথক স্মারক লিপি প্রদান করেছেন। প্রশাসনের পক্ষ থেকে পুনর্বহাল করার আশ্বস্ত করেন। এদিকে ফরিদপুর-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রয়োজনে তিনি উচ্চ আদালতে রিট করে বাতিলের দাবি জানাবেন বলে জানিয়েছেন।
ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইব মোল্লা বলেন, আলগী ও হামিরদী ইউনিয়ন দুটি বিএনপির অধ্যুষিত এলাকা। একটি কুচক্রী মহল রাজনীতির প্রতি ঈর্ষান্বিত হয়ে দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার পাঁয়তারা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাই। পুনর্বহাল করা না হলে শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে ভাঙ্গাবাসীদের নিয়ে আন্দোলন জোরদার করা হবে।