"তুমি চেয়েছো আমি মরে যাই, আর তুমি জগৎ সংসারে ভালো থাকো। আমি এখন পোকা মারার বিষ খাবো। আমার মৃত্যুর জন্য তুমি দায়ী।"—এমনই হাহাকারে ভরা একটি ডায়েরি রেখে কীটনাশকপানে আত্মহত্যা করেছেন টাঙ্গাইলের স্কুলশিক্ষিকা লাকী আখতার।
২৬ বছর বয়সী এই তরুণী মধুপুর উপজেলার কেউটাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। ইডেন কলেজ থেকে মাস্টার্স শেষে ২০২৩ সালে শিক্ষকতায় যোগ দেন তিনি।
লাকীর বাবা আব্দুল... বিস্তারিত