মাহমুদউল্লাহ-সাকিবের জুটিতে নতুন রেকর্ড

2 weeks ago 22

একের পর এক ব্যাটার সাজঘরে ফিরছিলেন। ১১৫ রানে ৭ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছিল বাংলাদেশ। চরম ব্যাটিং বিপর্যয়ে অল্প রানেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল মেহেদী হাসান মিরাজের দল।

সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদ আর লোয়ার অর্ডারের তানজিম হাসান সাকিবের প্রতিরোধ। তাদের সে প্রতিরোধ গড়া জুটিতে ভর করেই বেসেতেরেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২৭ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।

পুঁজিটা হয়তো খুব বড় নয়। কিন্তু বাংলাদেশ আরও বড় লজ্জায় পড়তো মাহমুদউল্লাহ-সাকিব হাল না ধরলে। ১০৬ বলে ৯২ রানের লড়াকু জুটিতে আবার ওয়ানডেতে নতুন এক রেকর্ডও গড়েছেন এই যুগল।

এতদিন অষ্টম উইকেটে বাংলাদেশের সেরা জুটি ছিল ৮৪ রানের। ২০১৯ সালে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে এই জুটি ৮৪ রানের জুটি গড়েছিলেন মোহাম্মদ মিঠুন আর মোহাম্মদ সাইফউদ্দিন। মাহমুদউল্লাহ-সাকিব সেই রেকর্ড ভেঙেছেন।

এমএমআর/জেডএইচ/

Read Entire Article