মায়ামির সঙ্গেই চুক্তি নবায়ন করতে যাচ্ছেন মেসি!

1 month ago 8
৩৮ বছর বয়সেও লিওনেল মেসির পায়ে যেন এখনো জাদু লেগে আছে। গোল করছেন, ম্যাচ জেতাচ্ছেন, আর এবার শোনা যাচ্ছে—ইন্টার মায়ামির সঙ্গেই আরও এক মৌসুম থাকতে যাচ্ছেন ফুটবল জাদুকর। মেসির বর্তমান চুক্তি শেষ হবে চলতি বছরের ডিসেম্বরেই। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মেসি ও ইন্টার মায়ামির মধ্যে চুক্তি নবায়নের আলোচনায় অগ্রগতি হচ্ছে, এবং উভয় পক্ষই ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপ পর্যন্ত মায়ামিতেই খেলবেন মেসি। আন্তর্জাতিক ফুটবলে এটি হতে পারে মেসির শেষ বিশ্বকাপ। আর সেটি তিনি খেলবেন ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির খেলোয়াড় হিসেবে—এই ভাবনাই উন্মাদনায় ফেলেছে সমর্থকদের। চলতি মৌসুমে মায়ামির হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন মেসি। সম্প্রতি মন্ট্রিয়ালের বিপক্ষে জোড়া গোল করে আবারও প্রমাণ করেছেন, বয়স তার শুধুই সংখ্যা। এদিকে সৌদি আরবের ক্লাব আল-আহলি থেকে বড়সড় প্রস্তাব এলেও মেসি আপাতত সেই লোভনীয় ডাক উপেক্ষা করে যুক্তরাষ্ট্রেই থেকে যাওয়ার সিদ্ধান্তে অটল বলেই মনে হচ্ছে। এ ছাড়াও মেসির প্রিয় সতীর্থ রদ্রিগো ডি পলকেও দলে নিতে চায় ইন্টার মায়ামি। আর্জেন্টিনা দলের অন্যতম চালিকাশক্তি ডি পল বর্তমানে অ্যাতলেটিকো মাদ্রিদের খেলোয়াড়। তাকে আনতে প্রস্তাবও দিয়েছে মায়ামি। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ডি পল। ডি পলের সম্মতি মিললে, এরপর মায়ামি আলোচনায় বসবে অ্যাতলেটিকোর সঙ্গে। তবে সবকিছু নির্ভর করছে মেসির সঙ্গে চুক্তি নবায়নের ওপর। কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপে মাঝামাঝি পর্যায়ে বিদায় নেওয়ার পর এখন মায়ামির সামনে রয়েছে এমএলএসের বাকি অংশ এবং জুলাইয়ের শেষ দিকে শুরু হওয়া লিগস কাপ। বর্তমানে দলটি ইস্টার্ন কনফারেন্সে ষষ্ঠ স্থানে আছে। সব মিলিয়ে বলা যায়, নতুন এক বিশ্বকাপ স্বপ্নের পথে, পুরোনো এক বন্ধুত্ব আর ভালোবাসার ক্লাবে থেকেই এগিয়ে চলছেন লিওনেল মেসি।  
Read Entire Article