মিডল্যান্ড ব্যাংকের বনানী শাখা এখন কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে

2 months ago 8

মিডল্যান্ড ব্যাংক পিএলসির (এমডিবি) বনানী শাখা ১১ নম্বর সড়ক থেকে কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে স্থানান্তর করা হয়েছে। শাখাটির বর্তমান ঠিকানা নীলুফার হাইটস (লেভেল ১), হোল্ডিং নম্বর বি ৫২, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা ১২১৩।

সোমবার (৭ জুলাই) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে স্থানান্তরিত শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন, সিনিয়র ম্যানেজমেন্ট টিম ও বনানী শাখার শাখা ব্যবস্থাপক মোস্তফা মাইনুল হাসান।

অনুষ্ঠানে শাখার গ্রাহক, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং ব্যাংকের জন্য শুভকামনা প্রকাশ করেন।

এমডি ও সিইও তার বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত শাখার গ্রাহক এবং স্থানীয় ব্যক্তিদের ধন্যবাদ জানান। শাখাটি সফল করতে গ্রাহকদের আন্তরিক সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ব্যাংকের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্যও অনুরোধ করেন এবং শাখা কর্মকর্তাদের গ্রাহকদের আরও সর্বোত্তম পরিষেবা প্রদানের পরামর্শ দেন।

ব্যবস্থাপনা পরিচালক গ্রাহকদের ব্যাংকের বিনামূল্যে ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশন ‘মিডল্যান্ড অনলাইন’ ব্যবহার করার এবং যে কোনো স্থান থেকে, যে কোনো সময় নিরাপদ, সুরক্ষিত এবং আধুনিক ব্যাংকিং পরিষেবা উপভোগ করার পরামর্শ দেন।

অনুষ্ঠানের শুরুতে ব্যাংক এবং দেশের কল্যাণ, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. রাশাদুল আনোয়ার।

বিএ/এএসএম

Read Entire Article