অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তিন ভারতীয়কে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সন্তোষপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ভারতের ত্রিপুরার আগরতলার মৃত উপেন্দ্র পালের ছেলে প্রদীপ পাল (৫০), আগরতলার রানির খামার এলাকার অমূল্য বিশ্বাসের ছেলে অজিত বিশ্বাস (৪০) ও আগরতলার গোপাল নগরের মৃত প্রিয়ারী মহন দাসের ছেলে সমীর দাস (৩০)।
বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, তিন ভারতীয় নাগরিক তাদের দেশে হরণখোলা বিএসএফ ক্যাম্পের সদস্যদের কাছে ব্যক্তিগত আধার কার্ড জমা দিয়ে বন্ধুর জমিতে ধান কাটা এবং ড্রাগন বাগান দেখার নাম করে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে। প্রকৃতপক্ষে সীমান্তে তাদের কোনো বন্ধুর জমি, ধান ক্ষেত এবং ড্রাগন বাগান নেই। এসময় বিজিবি সদস্যরা তাদের আটক করে। এই ঘটনা আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
আবুল হাসনাত মো. রাফি/জেডএইচ/