মিথ্যা প্রচারণার বিরুদ্ধে থানায় জিডি মহানগর বিএনপি নেতা কফিল উদ্দিনের
সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু ভুয়া অনলাইনে মিথ্যা, ভিত্তিহীন প্রোপাগান্ডার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি উত্তর পূর্ব থানায় এই জিডি করেন, জিডি নম্বর ১৪৭২।
জিডিতে কফিল উদ্দিন অভিযোগ করেন, সম্প্রতি ফেসবুক, টিকটক, টুইটার পেজসহ কিছু ভুয়া অনলাইনে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশ করা হয়েছে। সামাজিক ও রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করতেই অসৎভাবে এ ভিত্তিহীন প্রচার চালানো হচ্ছে।
জিডিতে তিনি এ ধরনের কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন।