মিনিবাসকে ধাক্কা দিলো ঢাবি শিক্ষার্থীদের পিকনিক বাস, নিহত ২

5 hours ago 4

চট্টগ্রামের পটিয়ায় সড়ক ‍দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- মো. আবদুল করিম ভোলা (৫০) ও আবদুল হামিদ সাবু (৬০)। এতে আহত হয়েছেন আরও চারজন।

রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থানার মনসা হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, পটিয়াগামী এক মিনিবাসকে পেছন থেকে আরেক চেয়ারকোচ ধাক্কা দেয়। এতে মিনিবাসটি সড়কের পাশে খাদে ছিটকে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত দুজনই পটিয়া থানার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিণখাইন গ্রামের বাসিন্দা।

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পিকনিকের এক বাস পেছন থেকে মিনিবাসকে ধাক্কা দেয়। এতে মিনিবাসটি পাশের খাদে পড়ে দুই যাত্রী নিহত হন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করা হয়েছে বলেও জানান ওসি জসিম উদ্দিন।

এমডিআইএইচ/কেএসআর/জিকেএস

Read Entire Article