মিম হত্যা মামলায় গ্রেপ্তার ৩

11 hours ago 4

রাজশাহী নগরীর চাঞ্চল্যকর মিম হত্যা মামলার অন্যতম প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

শনিবার (৫ এপ্রিল) সকালে র‍্যাব-৫ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানার তালাইমারি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর বোয়ালিয়া মডেল থানার শেখেরচক পাচানী মাঠের মোবারকের ছেলে শাকিল (২১), তার ভাই রবিন (২৭) ও শেখেরচক বিহারীপাড়ার শুকুরের ছেলে শুভ (২৪)।

র‍্যাব জানায়, গত ২৬ অক্টোবর সন্ধ্যায় পূর্বশত্রুতার জেরে এজাহারনামীয় ১৩ জন আসামিসহ অজ্ঞাতনামা ৮-১০ জন আসামি পরিকল্পিতভাবে নগরীর টিকাপাড়া কেমিকোর সামনের গলিতে দলবদ্ধ হয়ে বেসবলের ব্যাট, লোহার রড, জিআই পাইপ, লোহার হাতুড়ি, চাপাতি, রামদা, চাকু নিয়ে ভুক্তভোগী মো. মীমকে (২৩) ঘটনাস্থলে পথরোধ করে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর জখম করে।

পরে অভিযুক্তরা ভুক্তভোগীকে শেখেরচক ঈদগাহ পাচানী মাঠসংলগ্ন নদীর ধারে নিয়ে হত্যার উদ্দেশ্যে বেসবলের ব্যাট, লোহার রড, জিআই পাইপ, লোহার হাতুড়ি, চাপাতি, রামদা দিয়ে শরীরের বিভিন্ন অংশে ছিলাফোলা জখম, ডান হাতের কব্জি ও আঙুল ভাঙে। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর রক্তাক্ত ও ক্ষত করে জখম করে ভিকটিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রেখে দ্রুত পালিয়ে যায় তারা। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

এ ঘটনায় বোয়ালিয়া থানায় নিহতের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। জড়িত আসামিদের গ্রেপ্তারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫ রাজশাহীর একটি আভিযানিক দল  আসামি রুমনকে গত ২৭ মার্চ গ্রেপ্তার করে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার রাত পৌনে ৮টার দিকে নগরীর তালাইমারী এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।

এ ঘটনায় আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Read Entire Article