মিরপুরে আগুনে হতাহতের ঘটনায় জমিয়তের শোক

1 day ago 7

রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষের প্রাণহানি ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বুধবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় সংগঠনের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ শোক প্রকাশ করেন।

তারা বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বিবৃতিতে নেতৃদ্বয় আহতদের দ্রুত আরোগ্য কামনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নিতে।

তারা আরও বলেন, এ ধরনের দুর্ঘটনা রোধে ভবিষ্যতের জন্য কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সকল শিল্প-প্রতিষ্ঠান, আবাসন ও বাণিজ্যিক এলাকায় ফায়ার সেফটি নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

Read Entire Article