মিরপুরে জাল ক্লিয়ারেন্স তৈরি চক্রের দুই সদস্য গ্রেফতার

1 month ago 16

রাজধানীর মিরপুর ট্রাফিক বিভাগের অভিযানে জাল ক্লিয়ারেন্স তৈরি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিআরটিএ আদালত-৯ এর ম্যাজিস্ট্রেট তাসমিয়া জাইগীর।

মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- হুমায়ুন রশিদ (২৮) ও নুরুল ইসলাম সৈকত (২১)।

মিরপুর ট্রাফিক বিভাগের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, সোমবার মিরপুর ট্রাফিক বিভাগের প্রসিকিউশন শাখায় দুজন ব্যক্তি ট্রাফিক ক্লিয়ারেন্স নিতে এলে তাদের জমা দেওয়া জিডি ও পুলিশ ক্লিয়ারেন্স কাগজে জাল সিল ও সই ধরা পড়ে।

এরপর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তারা জানান, বিআরটিএ সংলগ্ন কম্পিউটার কম্পোজর দোকান থেকে ৭০০ টাকায় জিডি ও ক্লিয়ারেন্স প্যাকেজ কিনেছেন। তবে, তাদের জমা দেওয়া গাড়ির বিরুদ্ধে মামলা থাকায় বিআরটিএ ক্লিয়ারেন্স বাতিল করে পুনরায় ট্রাফিক অফিসে পাঠায়, যা জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আনে।

তালেবুর রহমান বলেন, ডিসি ট্রাফিক মিরপুরের নেতৃত্বে গঠিত একটি টিম মিরপুর আর্মি ক্যাম্পের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে জালিয়াতি চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে ভুয়া ডকুমেন্ট, সিল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

আটকদের বিআরটিএ আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তাসমিয়া জাইগীর তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেন।

কেআর/কেএসআর

Read Entire Article