মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫ আসামি রিমান্ডে

2 months ago 8

রাজধানীর মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার পাঁচ আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- জুলহাস (৩৭), মো.কামাল হাওলাদার (৪০), মো. তুষার আহমেদ (৩৪), সবুজ মিয়া (৩৫) ও সম্ভ্রাজ মোল্লা (৩৫)। আসামিদের প্রত্যেককে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মামুন।

এর আগে শনিবার (১৪ জুন) মিরপুর সনি সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি গাড়িও জব্দ করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, আসামিরা মিরপুর সনি সিনেমা হলের সামনে রাস্তার ওপর ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাঁচজনকে গ্রেফতার করা হয়। এসময় দুজন কৌশলে পালিয়ে যান।

তাদের কাছ থেকে একটি প্রোবক্স গাড়ি, একটি রামদা, বাইসাইকেলের ক্র্যাংকসেট দিয়ে তৈরি একটি দেশীয় অস্ত্র, লোহার স্টিক, দুটি প্লাস্টিকের রশি ও দুটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার এবং পলাতকদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা হয়েছে।

এমআইএন/এমআইএইচএস/এএসএম

Read Entire Article