মিরপুরে মহিলা জামায়াতের বৈঠকে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি গোলাম পরওয়ারের

রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের একটি কর্মসূচিতে বাধা, নারী নেত্রীদের অবরুদ্ধ করে রাখা এবং জামায়াত–শিবিরের কর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জামায়াতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার (২১ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন, গতকাল (মঙ্গলবার) মিরপুরের পীরেরবাগে আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশের একটি বাসায় মহিলা জামায়াতের একটি বৈঠক চলছিল। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত ওই বাসায় জামায়াতের নারী নেত্রীদের অবরুদ্ধ করে রাখে। পরে তাদের উদ্ধার করতে গেলে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা কয়েকজনকে একটি মসজিদে আটকে রাখে বলেও অভিযোগ করা হয়। মিয়া গোলাম পরওয়ারের দাবি, এ ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় অবরুদ্ধদের উদ্ধার করা হয়। আহতরা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, সন্ত্রাসীদের এই বর্বর

মিরপুরে মহিলা জামায়াতের বৈঠকে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি গোলাম পরওয়ারের

রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের একটি কর্মসূচিতে বাধা, নারী নেত্রীদের অবরুদ্ধ করে রাখা এবং জামায়াত–শিবিরের কর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জামায়াতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (২১ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, গতকাল (মঙ্গলবার) মিরপুরের পীরেরবাগে আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশের একটি বাসায় মহিলা জামায়াতের একটি বৈঠক চলছিল। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত ওই বাসায় জামায়াতের নারী নেত্রীদের অবরুদ্ধ করে রাখে। পরে তাদের উদ্ধার করতে গেলে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা কয়েকজনকে একটি মসজিদে আটকে রাখে বলেও অভিযোগ করা হয়।

মিয়া গোলাম পরওয়ারের দাবি, এ ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় অবরুদ্ধদের উদ্ধার করা হয়। আহতরা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, সন্ত্রাসীদের এই বর্বরোচিত হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই জামায়াতের মহিলা বিভাগের কর্মীদের হেনস্তা ও জামায়াত-শিবিরের কর্মীদের ওপর এই হামলা চালানো হয়েছে।

তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের আগে জিরো টলারেন্স নীতিতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। একই সঙ্গে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে পরিকল্পিতভাবে পেশিশক্তি ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক করা হচ্ছে এবং নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে।

সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় সব ধরনের ভয়ভীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow