মিরপুরে রোড ক্রসিংয়ে রং দিয়েছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল

3 weeks ago 23

সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের উদ্যোগে রাস্তা পারাপারের জন্য ক্রসিং আঁকা এবং স্পিড ব্রেকারগুলোয় রং করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মিরপুর-১ সনি সিনেমা হলের সামনে ও জাতীয় চিড়িয়াখানা রোডে এ কাজ করা হয়। 

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকরাম আহমেদের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল নেতা আল মামুন, মিরপুর থানা ছাত্রদল নেতা কাজী অভি, আসাদুজ্জামান রাব্বি, ওয়াসিম আকরাম, জাহিদুল ইসলাম রিয়াজ, দারুসসালাম থানা ছাত্রদল নেতা মো. ওমর নাঈম, শফিকুল ইসলাম রাব্বি, পল্লবী থানা ছাত্রদল মাহফুজ আল রাফি, বঙ্গবন্ধু কলেজ ছাত্রদল নেতা কামরুল হাসান।

আরও উপস্থিত ছিলেন- মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা পারভেজ খাঁন, শিহাব খাঁন, আদাবর থানা ছাত্রদল নেতা নিরব, লিটন, শেরেবাংলা নগর থানা ছাত্রদল নেতা মো. সাগরসহ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ডের নেতারা।

Read Entire Article