মিরপুরে সড়ক বিভাজকে উঠে গেলো বাস, নিহত এক

2 months ago 9

রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড়ে এসবি সুপার ডিলাক্সের বাসচাপায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সরকারি বাঙলা কলেজের এক শিক্ষার্থী। তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শুক্রবার (২৭ জুন) দুপুর ১টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে যায়। এতে দাঁড়িয়ে থাকা একজন ঘটনাস্থলে নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জাগো নিউজকে বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেলে দাঁড়িয়ে থাকা একজন ঘটনাস্থলেই নিহত হন। হতাহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক বাসচালককে আটক করা হয়েছে এবং বাসটি সড়ক বিভাজক থেকে সরানোর কাজ চলছে।

টিটি/বিএ/এমএস

Read Entire Article