মিরপুরের কালো মাটির উইকেটে স্পিনারদের যে পরামর্শ দিলেন মুশতাক

3 hours ago 4
ঢাকা প্রিমিয়ার লিগ হোক কিংবা আন্তর্জাতিক ক্রিকেট— মিরপুরের কালো মাটির উইকেট মানেই স্পিনারদের জন্য উৎসব। কিন্তু সেই উৎসবে মেতে উঠে নিজের ছন্দ হারিয়ে ফেলা বিপজ্জনক হতে পারে— এমন সতর্ক বার্তাই দিলেন বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক মুশতাক আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে সোমবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিজ্ঞ এই পাকিস্তানি কোচ স্পষ্ট করে দিয়েছেন— স্পিনবান্ধব উইকেটে অতিরিক্ত উচ্ছ্বাস নয়, বরং প্রক্রিয়া ও ধৈর্যই হবে সাফল্যের মূল চাবিকাঠি। ‘যখন এমন টার্নিং উইকেট দেখো, স্পিনাররা সাধারণত উত্তেজিত হয়ে পড়ে। তখন তারা প্রক্রিয়াটা ভুলে যায়। কিন্তু প্রক্রিয়াই সবকিছু। উইকেট পেতে হলে ভালো বল নয়, ভালো ওভার করতে হয়,’ বলেন মুশতাক আহমেদ। মুশতাকের চোখে টার্নিং উইকেটে সফল হওয়ার আসল মন্ত্র হলো স্থিরতা— ‘এমন পিচে মেইডেন ওভার করতে হবে, ধারাবাহিক ভালো বল রাখতে হবে, তাহলেই উইকেট আসবে। আমার বার্তা একটাই— প্রক্রিয়া ভুলে যেও না, উইকেট নিজে থেকেই আসবে।’ কালো মাটির উইকেটকে ঘিরে এবার দুই দলই বাড়তি স্পিন শক্তি নিয়েছে— বাংলাদেশের দলে নাসুম আহমেদ, আর ওয়েস্ট ইন্ডিজের হয়ে আছেন আকিল হোসেইন। স্বাভাবিকভাবেই মুশতাকের বার্তাটি তাই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রিশাদ হোসেনের সাম্প্রতিক পারফরম্যান্সে অনেকেই মুগ্ধ, কিন্তু মুশতাক মনে করিয়ে দিলেন— এটা যতটা সহজ মনে হয়, বাস্তবে তা নয়।   ‘না, এটা এত সহজ না, বন্ধুরা। স্পিনবান্ধব উইকেটে কখনও কখনও চাপ বেড়ে যায়। তরুণ লেগস্পিনারদের জন্য সেটা মানসিকভাবে কঠিন হয়ে ওঠে। তাই আমি সবসময় বলি— প্রক্রিয়ায় বিশ্বাস রাখো।’ তবু রিশাদের প্রশংসা করতে ভোলেননি তিনি— ‘রিশাদ ধারাবাহিকভাবে ভালো লাইন ও লেংথে বল করেছে। এখন তার রংগানও ভালো হচ্ছে, যা বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব ইতিবাচক। ‍ৃ
Read Entire Article