মিরসরাইয়ে বড়শিতে ধরা পড়লো ১২ কেজির বোয়াল

2 months ago 8

চট্টগ্রামের মিরসরাইয়ে ফেনী নদীতে বড়শিতে ধরা পড়েছে ১২ কেজি ওজনের বোয়াল।

বুধবার (২ জুলাই) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকার বাসিন্দা জয়নাল আবেদনী হাছির বড়শিতে মাছটি ধরা পড়ে।

স্থানীয় মো. ফিরোজ আহম্মদ বলেন, ফেনী নদীতে একসময় বড়শীতে অনেক বড় বড় মাছ ধরা পড়তো। বিগত কয়েক বছর ধরে নদীতে মেশিন বসিয়ে বালু উত্তোলনের কারণে মাছ যাওয়া যেত না। গত ৩ মাস ধরে বালু উত্তোলন বন্ধ থাকায় নদীতে মাছ পাওয়া যাচ্ছে।

তিনি আরও বলেন, নদী থেকে বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ হলে বিভিন্ন প্রজাতির মাছের সংখ্যা বেড়ে যাবে।

এম মাঈন উদ্দিন/এমএন/জেআইএম

Read Entire Article