মিরসরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১

2 months ago 8

চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়াহাট পৌরসভার এলাকায় শেষ রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জয়নাল আবেদীন (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ জুন) রাত ৩টায় বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ছেরাজুল হক প্রকাশ ছেরুর দোকানঘর ও কলোনিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও এলাকাবাসী কাজ করেছেন।

জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ছেরাজুল হকের সব দোকান ও কলোনির সব ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মিরসরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১

প্রত্যক্ষদর্শী মোশাররফ হোসেন বলেন, রাতে আগুন লাগার চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। বের হয়ে ছেরাজুল হকের সব দোকান, ঘর পুড়ে যাচ্ছে দেখি। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা নেভাতে আসে। জয়নাল আবেদীন নামে একজন ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন।

বারইয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন বলেন, বারইয়ারহাট পৌরসভার ছেরাজুল হকের কলোনির কাঁচাঘর ও দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই ঘর ও দোকানের মালামাল আগুনে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।

তিনি আরও জানান, আগুন লাগার কারণে একজন ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/জেআইএম

Read Entire Article