চট্টগ্রামের মিরসরাইয়ে রমজান ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। শুক্রবার (২১ মার্চ) বিকেলে আবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার চারটি ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে এ আয়োজন করে দলটি।
আয়োজনে বিএনপির ৬ নম্বর ইছাখালী, ৩ নম্বর জোরারগঞ্জ, ৫ নম্বর ওসমানপুর, ৭ নম্বর কাটাছড়া ইউনিয়নের প্রায় ৮ হাজার নেতাকর্মী অংশ নেন।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নুরুল আমিন। জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুকুল আলম সোহানের সভাপতিত্বে ও ইছাখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মঞ্জুরুল হক মঞ্জুর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম বদরুল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক দাউদুল ইসলাম মিশন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির আন্দোলনের ফসল। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ধারাবাহিকভাবে আন্দোলন করেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে কালক্ষেপ করছে। আমরা আগামী ডিসেম্বর পর্যন্ত সময় দেবো। এরমধ্যে নির্বাচন দিতে হবে। গত ৭ মাস দৃশ্যমান কোনো সংস্কার হয়নি।
তিনি আরও বলেন, যারা বিএনপি বা অঙ্গসংগঠনের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাস চাঁদাবাজি করবে তাদের দল থেকে বহিষ্কার করা হবে। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
এম মাঈন উদ্দিন/এমএন/এএসএম