মির্জা ফখরুলের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতাদের মতবিনিময়

12 hours ago 5

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মতবিনিময় করেছেন সমতল ভূমি ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্প্রদায়ের নেতারা।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতাদের বিএনপি মহাসচিব বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে এ দেশে সব নাগরিকের বসবাসে সমান সুযোগ তৈরি করে দিতে হবে। সে লক্ষ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনারা নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাবেন।

Read Entire Article