‘মিলনের আত্মত্যাগ শিখিয়েছে স্বৈরাচার নিপাত যাবেই’

2 hours ago 4

যারা গণতন্ত্রের পক্ষে থাকেন, গণতন্ত্রের কথা বলেন তাদেরই তো আমরা শ্রদ্ধা করব বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

তিনি বলেন, শহীদেরা যে রক্ত আমাদের আন্দোলনে দিয়ে গেছে। কেউ দু’চোখ হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ৫২ ভাষা আন্দোলন, মিলনের আত্মত্যাগ আমাদের এটা শিখিয়েছে যে স্বৈরাচার নিপাত যাবেই।

বুধবার (২৭ নভেম্বর) সকালে শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে আজ সকালে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন। এ সময় শহীদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

‘মিলনের আত্মত্যাগ শিখিয়েছে স্বৈরাচার নিপাত যাবেই’

তিনি বলেন, আজকে ডা. মিলন চলে গেছেন কিন্তু দেশবাসী তাকে স্মরণ করছে। আমরা যেখানেই থাকি, ঘরে বাইরে আজকের এই দিবসটিকে আমরা মনে রাখি। মা তার সন্তানকে হারিয়েছে, আমি চাই বাংলাদেশের আর কোনো মা যেন তার সন্তানকে না হারায়। স্বৈরশাসকের বিরুদ্ধে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও অনেক মায়ের বুক খালি হয়েছে। এই কষ্টটা আর কোনো মায়ের পাওয়া উচিত নয়। কাজেই যার যার জায়গা থেকে দেশটা ভালো থাকুক আমরা এইটাই চাই।

এ সময় স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেনসহ, চিকিৎসক ও স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএএম/এমআরএম/এএসএম

Read Entire Article