মিশরে ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের আন্তর্জাতিক পরিবেশক সম্মেলন

2 days ago 8

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল-এর গৃহস্থালি পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের আন্তর্জাতিক পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মিশরের আলেকজান্দ্রিয়ায় এ সম্মেলনের উদ্বোধন করেন ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. তৌকিরুল ইসলাম।

সম্মেলনে ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৫৭ জন পরিবেশক অংশগ্রহণ করেন। পরিবেশকরা মিশরের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

তৌকিরুল ইসলাম বলেন, ‘বিশ্বের ৭০টি দেশে ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের পণ্য নিয়মিত রপ্তানি হয়। প্রতি বছরই রপ্তানির পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। আর এ রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আমাদের পরিবেশকরা। নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী পণ্য তৈরির মাধ্যমে দেশীয় বাজারের চাহিদা মিটিয়ে বিশ্ব দরবারে আরএফএলকে গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করা-ই মূল লক্ষ্য।’

এ সময় উপস্থিত ছিলেন ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা তাপস চন্দ্র ও হেড অব মার্কেটিং মো. ইসফাকুল হকসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেএইচ/এমএস

Read Entire Article