মিশিগানে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

2 months ago 17

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে যুক্তরাষ্ট্রের মিশিগানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (০৫ আগস্ট) প্রায় ৮ হাজার ডলার ব্যয়ে নির্মাণ করা ম্যুরালটি ভেঙে দেওয়া হয়।

এর আগে রোববার (৪ আগস্ট) সকালের দিকে ম্যুরালে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ডেট্টয়েট সিটির ফায়ার সাভিস কর্মীরা এসে আগুন নেভান।

উল্লেখ্য, চার বছর আগে হ্যামট্টামিক শহরের বাংলাদেশ অ্যাভিনিউর কনান্ট স্টিটের পাশে ডেট্টয়েট সীমানায় পাথর ও কাঠের তৈরি ৯ ফুট লম্বা ও ৫ ফুট প্রশস্ত এই ম্যুরাল স্থাপন করেছিল মিশিগান স্টেট যুবলীগ।

আরও পড়ুন

এদিকে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগে নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

যুবলীগ নেতা রুম্মান চৌধুরী ইভান জানান, ১০ বছরের চুক্তিতে জায়গা লিজ নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করেছিলেন যুবলীগ নেতাকর্মীরা। এটি ভেঙে দেওয়ায় নেতাকর্মীর হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। বিদেশের মাটিতে এই ন্যাক্কারজনক কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

এমআরএম/এমএস

Read Entire Article