দইয়ের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ নেই। মিলেছে বেশ কিছু পরিমাণ পচে যাওয়া দই। মিষ্টান্ন তৈরির বড় কড়াইয়ে টিকটিকির মল। এসব কারণে টাঙ্গাইলের গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে টাঙ্গাইল শহরের গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

বিষয়টি নিশ্চিত করে আসাদুজ্জামান রুমেল বলেন, ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে পৌর স্যানিটারি ইন্সপেক্টর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আব্দুল্লাহ আল নোমান/এসআর/জিকেএস

1 day ago
6









English (US) ·