মিয়ানমারে উদ্ধারকারী দল পাঠাল বাংলাদেশ

1 day ago 10

মিয়ানমারে সংঘটিত ভয়াবহ ভূমিকম্প পরবর্তী অনুসন্ধান ও উদ্ধারকাজে সহায়তার  জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ প্রেরিত সম্মিলিত সাহায্যকারী দলের সঙ্গে ফায়ার সার্ভিসের ১০ সদস্যের এই উদ্ধারকারী দল মঙ্গলবার (১ এপ্রিল) বিশেষ বিমানযোগে বেলা ১১টা ৩৫ মিনিটে ঢাকা ত্যাগ করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিনের নেতৃত্বে ৩ জন অফিসার ও ৭ জন ফায়ারফাইটার এই উদ্ধারকারী টিমে রয়েছে।

উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালে তুরস্কের ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজ পরিচালনার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে একটি উদ্ধারকারী টিম পাঠানো হয়েছিল।

Read Entire Article