মুক্তি পেল জাহিদের নতুন গান ‘তুই রাখিস যত্ন করে’

1 hour ago 2

নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল ও মেধাবী সংগীতশিল্পী জাহিদ মোহাম্মাদ নিয়মিতভাবে মৌলিক গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন। সম্প্রতি তার ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে নতুন মৌলিক গান ‘তুই রাখিস যত্ন করে’। যেখানে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন আতিয়া আনিসা।

শ্রুতিমধুর সফট, মেলোডিয়াস এবং রোমান্টিক ঘরানার এই গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী বেলাল খান। গানটির কথার সৌন্দর্য নির্মাণ করেছেন শাহ কানিজ খাদিজা, আর সংগীতায়োজন করেছেন শোভন রায়।

জানা গেছে, জাহিদ মোহাম্মাদের ২৫তম মৌলিক গান এটি। এর আগে তার গাওয়া উল্লেখযোগ্য কিছু মৌলিক গানের মধ্যে রয়েছে—‘শৈশব’, ‘পূর্ণিমার চাঁদ’, ‘একাত্তরের মুক্তিসেনা’, ‘প্রেমরোগ’, ‘ব্রেকআপ’ ও ‘মা’—যেগুলো ইতোমধ্যে শ্রোতাদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

বর্তমানে জাহিদ মোহাম্মাদ নিয়মিত মৌলিক গান প্রকাশ, স্টেজ প্রোগ্রাম এবং টেলিভিশনের বিভিন্ন লাইভ সংগীতানুষ্ঠানে অংশগ্রহণ করে ব্যস্ত সময় পার করছেন। সংগীতচর্চার পাশাপাশি তিনি একটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে প্রিন্সিপাল অফিসার পদে কর্মরত আছেন।

গানের প্রতি ভালোবাসা ও পেশাদারিত্বের অসাধারণ সমন্বয়ে জাহিদ মোহাম্মাদ এগিয়ে চলেছেন সুনিপুণ সংগীত সাধনার পথে।
 

Read Entire Article