মুক্তিপণের দাবিতে সুন্দরবনের বিভিন্ন নদী থেকে সাতজন জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। সোমবার (২৫ আগস্ট) ও মঙ্গলবার এই অপহরণের ঘটনা ঘটে।
অপহৃত জেলেরা হলেন- মীরগাং গ্রামের সাকাত সরদারের ছেলে মো. ইবরাহিম, পারশেখালী গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুল হামিদ, টেংরাখালী গ্রামের সুসুজন মুন্ডার ছেলে সুজিত এবং কালিঞ্চি গ্রামের কেনা গাজীর ছেলে রকিবুল ইসলামসহ আরও তিনজন।
ফেরত আসা জেলেদের বরাত দিয়ে স্থানীয়... বিস্তারিত