মুক্তিযোদ্ধাকে হেনস্তায় জড়িতদের আইনের আওতায় আনা হবে

4 hours ago 7

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে যারা হেনস্তা করেছেন তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মুক্তিযোদ্ধাকে হেনস্তায় জড়িতদের আইনের আওতায় আনা হবে

গতকাল রোববার কুমিল্লায় একজন মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনা ঘটেছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু সংখ্যক দুষ্কৃতকারী সব জায়গায় রয়ে গেছে। যেসব দুষ্কৃতকারী তাকে হেনস্তা করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। ২২ ডিসেম্বর দুপুরে তাকে একা পেয়ে স্থানীয় ১০ থেকে ১২ জন গলায় জুতার মালা পরিয়ে হেনস্থা করেন।

টিটি/কেএসআর/জিকেএস

Read Entire Article